gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়
বিশ্বকাপে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল খেলবে
প্রকাশ : রবিবার, ১৩ এপ্রিল , ২০২৫, ০৪:২৮:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-04-13_67fb919cb0dfa.jpg

❒ বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল ছবি: সংগৃহীত

হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল অংশগ্রহণ করবে। ঐতিহাসিক আসরে বাংলাদেশকে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন, যিনি এই সুযোগকে বাংলাদেশের জন্য “একটি গর্ব ও আবেগের মুহূর্ত” বলে উল্লেখ করেছেন।
বিশ্বকাপটি আয়োজন করছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল, যা আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য। ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টটি চলবে পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে।
অংশগ্রহণকারী দেশসমূহ: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া, সংযুক্ত আরব আমিরাত।
প্রতিটি দল গঠিত হবে ২১ সদস্যের — যার মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং ১ জন বিচারক।
অংশগ্রহণের পথে বাধা: আর্থিক সংকট
যদিও বাংলাদেশ দল আমন্ত্রণ পেয়েছে, তবে আর্থিক সহায়তার অভাবে তাদের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।
মহসিন বলেন, “আমরা এখনো কোনো স্পনসর বা অর্থনৈতিক সহায়তা পাইনি। সরকারের, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমাদের অনুরোধ—এই উদ্যোগে পাশে দাঁড়ান। এটি শুধু একটি খেলা নয়, এটি বাংলাদেশের সম্মান ও সম্ভাবনার একটি আন্তর্জাতিক মঞ্চ। ”
প্রস্তুতি চলছে
অর্থসংকট থাকলেও দলটি ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে। খেলোয়াড়দের চালিকাশক্তি একটাই—দেশকে গর্বিত করার স্বপ্ন।
মহসিন আরও বলেন, “এই টুর্নামেন্ট শুধু খেলার জন্য নয়, এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা। আমরা গণমাধ্যম, ক্রীড়াপ্রেমী এবং দেশের প্রতিটি মানুষের কাছে আহ্বান জানাই—আমাদের পাশে থাকুন, আমাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করুন। ”

আরও খবর

🔝