gramerkagoj
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
gramerkagoj
যশোরে বাংলা নববর্ষ উদযাপনে পূজা উদযাপন পরিষদের মঙ্গল প্রদীপ প্রজ্বলন
প্রকাশ : সোমবার, ১৪ এপ্রিল , ২০২৫, ০৯:৩২:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-04-14_67fd2af3f2b0c.jpg

উৎসবমুখর পরিবেশে যশোরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে পূজা উদযাপন পরিষদ। সোমবার (১৪ এপ্রিল) সকালে সংগঠনের হরিসভা মন্দিরস্থ কার্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় সংগঠনটি।
উৎসবের মূল আকর্ষণ ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন। সকালে শুভ সূচনা হয় পবিত্র মঙ্গল প্রদীপ জ্বালিয়ে। এই আয়োজনে উপস্থিত ছিলেন যশোর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
আয়োজনে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা বলেন, "বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি আমাদের চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এই উৎসব হয়ে ওঠে আরো প্রাণবন্ত।"
নিজেদের নির্ধারিত আয়োজনের বাইরে ঢাক ঢোলের বাদ্য সহকারে বর্ণিল সাজ আর আনন্দ সমারোহে পূজা উদযাপন পরিষদ অংম নেয় জেলা প্রশাসনের সম্মিলিত আনন্দ শোভাযাত্রায়। শোভাযাত্রা শেষে সংগঠন কার্যালয়ে চলে আনন্দ আড্ডা আর আপ্যায়ন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই আয়োজন, যা নতুন বছরের শুরুতে যশোরবাসীর মনে এনে দেয় উৎসবের এক অনাবিল আনন্দ।

আরও খবর

🔝