শিরোনাম |
বর্ষবরণ মানে যশোরে ব্যাপক সমারোহ আর আনন্দ আয়োজন। এবারো তার ব্যতিক্রম হয়নি। অন্যবারের তুলনায় এবার ভিন্নমাত্রায়ও হয়েছে বাংলা নববর্ষ উদযাপন। যশোরে এবারই প্রথম ঈদগাহ ময়দানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ভাবধারায় প্রতিষ্ঠিত সংগঠন যশোর সংস্কৃতি কেন্দ্র। এ আয়োজনে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আরও ১১টি সমমনা সাংস্কৃতিক সংগঠন।
ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলেছে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, ধর্মীয় ভাবনাভিত্তিক সংগীত, আবৃত্তি, ফিলিস্তিনীদের প্রতি সহ মর্মীতা প্রকাশ করেও হয় পরিবেশনা।
আয়োজকরা জানান, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে সমন্বয় করে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছে দিতেই এ ব্যতিক্রমধর্মী আয়োজন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি নব সূচনা। ভবিষ্যতেও তারা এর ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন।
যশোর সংস্কৃতি কেন্দ্র ও সমমনা সংগঠনগুলোর এই প্রয়াস যশোরের বর্ষবরণ আবহে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মত দিয়েছেন স্থানীয়রা।