gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জুলাই স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন নিরাপত্তা মহড়া ও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশ যশোরের বৈছাআ আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ দেশজুড়ে বিএনপি, এনসিপি ও জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা গাজায় ক্যাফে ইসরায়েলি হামলা, স্কুল ও ত্রাণকেন্দ্রে নিহত ৯৫ ইতিহাসের ভয়াল রাত আজও জাতির মনে দগদগে ক্ষত উদ্ধার একশ’ কেজি গাঁজার চালানে মিন্টুর সাথে আর কারা জড়িত? জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করলো যশোর ছাত্রদল যশোরে শিশু বলাৎকারের দায়ে কমল কুমার কর্মকারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দুই বছর ধরে মা-মেয়ের নামে ভিজিডির চাল উঠাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা
টোলকর্মীকে ঠাস ঠাস করে সাত থাপ্পড় নারীর! কিন্তু কেন?
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ১১:৩০:০০ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-04-15_67fdeef80e70f.jpg

কাউন্টারে ঢুকে টোলকর্মীকে ঠাস ঠাস করে সাত থাপ্পড় মারলেন এক নারী। তিনি ওই যুবকের গলাও টিপে ধরেন। নারীর হাতে এভাবে আক্রান্ত হয়ে হতবাক ওই টোলকর্মীও। এ ঘটনার ভিডিও ভাইরাল হলে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ নেটিজেনরা। তারা বলছেন, নারী বলে কি সব মাপ? যা খুশি তাই করা যায়?
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হাপুরের একটি টোল প্লাজায়। ঘটনার সময় টোল সংগ্রহ করছিলেন ওই যুবক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হঠাৎই কাউন্টারে ঢুকে পড়েন ওই নারী। কিছু বলার আগেই যুবকের গলা চেপে ধরেন। ঠেসে দেন জানালার দিকে। যুবক নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেই একের পর এক থাপ্পড় মারতে থাকেন ওই নারী। তখন ছুটে আসেন আরেক টোলকর্মী। তিনি এসে ক্ষমা চাওয়ার পর নারীর হাত থেকে ছাড়া পান আক্রান্ত যুবক।
কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন ওই নারী? জানা গেছে, তার টোল পরিশোধের জন্য ব্যবহৃত ফাসট্যাগের ব্যালান্স শেষ হয়ে গিয়েছিল। এক প্রত্যক্ষদর্শী বলেন, টোলকর্মী টোলের টাকা চাইতেই ক্ষেপে যান ওই নারী। এরপরই গাড়ি থেকে নেমে টোল কাউন্টারে ঢুকে পড়েন। যুবককে মারতে শুরু করেন। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।
এ ঘটনা দেখে ক্ষোভে ফুঁসে উঠেছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ৪ সেকেন্ডে সাতটা চড়, নারী বলেই কি ছাড় পেয়ে যাবেন? নারী হলে যা কিছু করা যায়?

আরও খবর

🔝