gramerkagoj
বুধবার ● ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম চট্টগ্রামে একদিনে ৫ জনের করোনা শনাক্ত, জুনে আক্রান্ত ১৬৫ জন ৫ আগস্ট এখন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, থাকবে সারাদেশে সাধারণ ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের শিকড় খুলনার পিঠাভোগ গ্রামে রাজধানীতে পাহাড়ি ফল মেলা শুরু : সুপ্রদীপ চাকমার উদ্বোধন চার দশকের দখলীয় জমি থেকে উচ্ছেদের শঙ্কায় বান্দরবানের ৯ কৃষি পরিবার পটুয়াখালীর কলাপাড়ার বহুল আলোচিত ডা. লেলিন অবশেষে বদলি দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমানের মতবিনিময় জুলাই মাসেই জাতীয় সনদ চূড়ান্ত হতে পারে জোহরান মামদানিকে গ্রেপ্তার হুমকি ট্রাম্পের ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৯ টাকা
নাইজেরিয়ায় সহিংসতার ঘটনায় ৫২ জন নিহত
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ১২:৩০:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-04-15_67fdfd1477542.jpg

নাইজেরিয়ায় আন্তঃসাম্প্রদায়িক সংঘাত এবং জমি বিরোধের কারণে সহিংসতার ঘটনায় ৫২ জন নিহত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) রেড ক্রসের একটি সূত্র জানিয়েছে, নাইজেরিয়ার মালভূমি রাজ্যে হামলাকারীরা ৫২ জনকে হত্যা করেছে। আন্তঃসাম্প্রদায়িক সংঘাত এবং জমি বিরোধের কারণে পরিচিত এই অঞ্চলে সর্বশেষ ভয়াবহ সহিংসতার ঘটনা এটি। খবর এএফপির।
মধ্যাঞ্চলে অবস্থিত এই রাজ্যে দুই সপ্তাহেরও কম সময় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ায় প্রেসিডেন্ট বোলা টিনুবু এই সঙ্কট তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) রাতে বাসসা এলাকার জিকে এবং কিমাকপা গ্রামে ওই হামলা চালানো হয়। চলতি মাসে ওই একই রাজ্যের বোক্কোস এলাকার গ্রামে এর আগেও সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে ৫২ জনকে হত্যা করেছে।
মালভূমি রাজ্যের রাজধানী জোস থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে ওই হামলা চালানো হয়। মুসলিম ফুলানি পশুপালক এবং খ্রিষ্টান কৃষকদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ প্রায়ই মারাত্মক সহিংসতায় রূপ নেয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উপস্থিতি কম সেখানে হামলার ঘটনা আরও বেশি ঘটতে দেখা যায়।
রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করেছি। তিনি জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনও চলছে। ওই কর্মকর্তা জানান, সেখানে হামলার ঘটনায় আরও ৩০ জন আহত এবং আরও ৩০টি বাড়ি-ঘরে আগুন দেওয়া হয়েছে।
তবে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতের সংখ্যা ৫৪। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, হামলার কারণে শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জাইক এলাকার বাসিন্দা ডোরকাস জন বলেন, অজ্ঞাত হামলাকারীরা এখানে এসে সব জায়গায় গুলি চালিয়েছে। অন্যান্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১০০ জন সশস্ত্র লোক পুরো গ্রামে হামলা চালিয়েছে।

আরও খবর

🔝