gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে হাজারো শিয়া মুসলিম মুস্তাফিজের বোলিং জাদুতে স্তব্ধ লঙ্কানরা, প্রশংসায় ভাসালেন লিয়ানাগে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট ব্যবহার? জেনে নিন সহজ তিনটি উপায় জোতার দুই বছরের সম্পূর্ণ বেতন পাবে তার পরিবার এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রচিত ইতিহাস মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ নেই অপকর্মে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণে উপসহকারী প্রকৌশলীর দুর্নীতি অভিযোগ ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা
বাঘায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে বৃদ্ধের আত্নহত্যা
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ০৩:০৪:০০ পিএম
সামিউল ইসলাম, রাজশাহী প্রতিনিধি:
GK_2025-04-15_67fe213ad1045.jpg

রাজশাহী জেলার বাঘায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে রুহুল আমিন (৬০) নামে এক বৃদ্ধ আত্নহত্যা করেছে। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে আড়ানী রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে। নিহত রুহুল আমিন উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন জানান, সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিল রুহুল আমিন। বিশেষ কারনে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন বিলম্ব ছিল। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টেশন ট্রেন আসছে মর্মে ঘোন্টা বাজালে তিনি পূর্বপান্তে অবস্থান করছিলেন। ট্রেনের ইঞ্জিন প্লাটফার্মে পৌঁছার পূর্ব মুহুর্তে তিনি হটাৎ করে লাইনের মধ্যে ঝাপ দেন। এরপর ঘটনা স্থলে তিনি দ্বিখন্ড হয়ে মৃত্যু বরণ করেন।
এদিকে তাৎক্ষনিক তার মৃত্যুর কারন কিংবা রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারনা, পারিবারিক কলহের কারনে তিনি আতœহত্যা করে জীবনের জ্বালা মিটিয়েছেন।
এ বিষয়ে আড়ানী স্টেশন মাষ্টার মোশারফ হোসেন বলেন,আড়ানী স্টেশনে এ ধরনের একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তিনি কেন এ ভাবে আত্নহত্যার পথ বেছে নিলেন সে বিষযয়ে এখনো কিছু জানতে পারিনি।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনাটি লোক মুখে শুনেছি। তবে ট্রেনে দুর্ঘটনা জনিত মৃত্যু কিংবা আত্নহত্যার বিষয় গুলো বাংলাদেশ রেলওয়ে পুলিশ দেখভাল করে থাবেন।

আরও খবর

🔝