gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
ঝালকাঠি জেলা ছাত্রলীগ নেতা মিলন কারাগারে
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ০৪:১৯:০০ পিএম
ঝালকাঠি প্রতিনিধি:
GK_2025-04-15_67fe32ce5115b.jpg

❒ সৈয়দ হাদিসুর রহমান মিলন ওরফে সৈয়দ মিলন। ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ছাত্রলীগের ঝালকাঠি জেলার সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন ওরফে সৈয়দ মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় ঝালকাঠি অদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এ হাজির হলে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাদিসুর রহমান মিলন পূর্ব চাঁদকাঠি ইউসুফ আলী খান সড়কের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে। ২০২০ সালে ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকায় মিলনের মালিকানাধীন ফ্ল্যাট থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করে পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ জানুয়ারি রাত দেড়টায় ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন সৈয়দ টাওয়ারের তৃতীয় তলার ফ্ল্যাটে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রান্না ঘরের তাক থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাকে আটক করে। ঘটনার পরের দিন ১৬ জানুয়ারি ঝালকাঠি সদর থানার উপ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অস্ত্র
আইনে হাদিসুর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান একই বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ৮জন স্বাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে গত ১৮ মার্চ বিকেলে ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। একইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও খবর

🔝