gramerkagoj
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
gramerkagoj
যশোরে বিদেশি পিস্তলসহ আটক ১
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ০৫:১৭:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল , ২০২৫, ০২:৫৬:২৩ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-04-15_67fe40e219161.jpeg

যশোরের চাঁচড়া রায়পাড়া এলাকা থেকে একটি বিদেশী পিস্তলসহ একজনকে জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত ১টার দিকে সদর উপজেলার চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি হলেন, সদর উপজেলার শংকরপুর (ইছাহাক সড়ক) হিরুজুল হকের ছেলে রাব্বিল হোসেন মানিক (২৪)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চাঁচড়া রায়পাড়া এলাকা অস্ত্রের মহড়া চলছে। তার ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মানিককে গ্রেফতার করা হয় । সে সময় তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্বার করা হয়। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী তৈরি করে এলাকায় ভয়-ভীতি প্রদর্শনসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

আরও খবর

🔝