শিরোনাম |
পয়েন্ট টেবিলে নীচের সারির দল রিয়াল ভায়াদোলিদ। কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দল হয়েও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়েছিলো ম্যাচের ২১ মিনিট পর্যন্ত। এরপর ম্যাচে ফিরে আতলেতিকো জয় পায় ৪-২ গোলে। তাতে বড় অবদান দলের তারকা ফুটবলার হুলিয়ান আলভারেজের।
ম্যাচের ২৫ ও ৭১ মিনিটে জোড়া পেনাল্টি থেকে দু’টি গোল করেছেন এই আর্জেন্টাইন। অ্যাটলেটিকোর অপর দু’টি গোল করেন জুলিয়ান সিমিওনি ও আলেকজান্দার সরলথের।
পেনাল্টি থেকে জোড়া গোলে ইতিহাস গড়েছেন আলভারেসে। অ্যাটলেটিকোর জার্সিতে নিজের অভিষেক মৌসুমে এই আর্জেন্টাইনের গোল ২৫টি, যা এই শতাব্দীতে ক্লাবের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেছেন আন্তোয়ান গ্রিয়েজমানের ২৪ গোলের কীর্তি। অভিষেক মৌসুমে ৩৬ গোল করে আলভারেসের সামনে কেবল রাদামেল ফালকাও।
এই জয়ে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগার তিন নম্বরে অ্যাটলেটিকোর। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০ আর রিয়াল মাদ্রিদের ৬৬।