gramerkagoj
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
gramerkagoj
মুস্তাফিজ খেলবেন ডিপিএলের সুপার লিগে
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ০৭:৪৯:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ০৮:১২:১৮ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-04-15_67fe66e94ba14.jpg

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বে জাতীয় দলের ক্রিকেটাররা মাঠ মাতালেও ২২ গজে নামা হয়নি মুস্তাফিজুর রহমানের। কাঁধের চোট বাংলাদেশের বাঁহাতি পেসারকে মাঠে নামতে পারেননি। এবার তার সেই অপেক্ষা ফুরাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সুপার লিগে তিনি মাঠে নামবেন।
চোটে থাকায় ডিপিএলের শুরুতে কোনো দলের হয়ে চুক্তিবদ্ধ হননি তিনি। তবে সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন বলে জানা গেছে। তাকে দলে ভেড়াতে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা মোহামেডান যোগাযোগ করেছে। নেট রানরেটে দুইয়ে থাকলেও শীর্ষ থাকা আবাহনী লিমিটেডের মতোই অবশ্য ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট সাদা কালো জার্সিধারী খ্যাত দলটির।
সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। কারণ বিরতির সময় পুরনো কাঁধের চোট ফিরে এসেছিল। চোট পুনর্বাসনের মধ্যে থাকার পর গত কয়েকদিন মিরপুরে অনুশীলনও করেছেন বাঁহাতি এই পেসার।

আরও খবর

🔝