gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যশোরের বৈছাআ আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ দেশজুড়ে বিএনপি, এনসিপি ও জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা গাজায় ক্যাফে ইসরায়েলি হামলা, স্কুল ও ত্রাণকেন্দ্রে নিহত ৯৫ ইতিহাসের ভয়াল রাত আজও জাতির মনে দগদগে ক্ষত উদ্ধার একশ’ কেজি গাঁজার চালানে মিন্টুর সাথে আর কারা জড়িত? জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করলো যশোর ছাত্রদল যশোরে শিশু বলাৎকারের দায়ে কমল কুমার কর্মকারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দুই বছর ধরে মা-মেয়ের নামে ভিজিডির চাল উঠাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা যশোরের বড়বাজারে দোকানিকে মারপিট করে টাকা ছিনতাই যশোরে অস্ত্রসহ সন্ত্রাসী বাপ্পি আটকের ঘটনায় মামলা
ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ০৭:১৫:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-04-15_67fe68c959393.jpeg

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারীর বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মধ্যরাতে আগুন দেখতে পেয়ে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একইসঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
বোদা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে এক লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে হিসেব করেছি। তবে আগুনের সূত্রপাত এখনো বলা যাচ্ছে না। এটা নিয়ে তদন্ত চলছে।
আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানান, রাতে আগুন লাগার খবর পাই। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

🔝