gramerkagoj
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
gramerkagoj
ঢাকায় আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ০৯:০৫:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-04-15_67fe76236048c.webp

রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আজ ১৫ এপ্রিল সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঢাকা ১১ আসন, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিল করা হয়।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লেখেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনামের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে আজ বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিল করা হয়।

এ সময় মিছিলে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়া হয়। এছাড়াও তারা- ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ সরকার, মানি না মানবো না’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকে।

উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল (রবিবার) রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

আরও খবর

🔝