শিরোনাম |
❒ নজরুলের রচনায় বৈশাখের প্রভাব নিয়ে আলোচনা
বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে বৈশাখী আড্ডা কবিতা পাঠ ও গানের অনুষ্ঠানের আয়োজন করে নজরুল চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর। ১ বৈশাখ ১৪ এপ্রিল সকাল ১০ টায় যশোর ইন্সটিটিউটের বি সরকার মেমোরিয়াল হলের দ্বিতীয় তলায় অগ্নিবীণা কার্যালয়ে এ আয়োজন করা হয়। বৈশাখী আড্ডায় নজরুল রচনায় বৈশাখের প্রভাব নিয়ে আলোচনা করা হয়
আলোচনায় অংশ নেন অগ্নিবীণার উপদেষ্টা কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, শিক্ষাবোর্ডের সাবেক উপ সচিব আব্দুল খালেক, দৈনিক গ্রামের কাগজের নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজজামান, অগ্নিবীনার প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্জালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অগ্নিবীণার সহ সভাপতি প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি জাহিদ আহমেদ লিটন, দ্যোতনা সাহিত্য পরিষদের সহ সভাপতি অ্যাডভেকেট কবি জিএ মুছা, মুক্তেশরী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলামএ রন্টু, শিক্ষাবোর্ডের সাবেক
আব্দুল খালেক, দৈনিক আসেন বাতিঘর নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজজামান, দীপ্রবানার প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্জালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অগ্নিবীণার সহ সভাপতি প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, শুভেচ্ছা বক্তব্য দেন দ্যোতনা সাহিত্য পরিষদের সহ সভাপতি অ্যাডভেকেট কবি জিএ মুছা, মুক্তেশরী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম।
আলোচনা বলা হয়, বিদ্রোহি কবির অকুন্ঠ সাহসী উচ্চারণ ছড়িয়ে পড়ে বিশ্বময়-'আমি চির বিদ্রোহী বীর,/ বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির-উন্নত শির। বৃটিশ শাষকরা কবি নজরুল নামে 'রাজদ্রোহের' মামলা, অতঃপর এক বছরের সশ্রম কারাদন্ড দিয়ে 'বিদ্রোহীকে' জেলে আটকিয়ে রক্ষা পেতে চাইলেন। আর কাল বোশেখকে স্বাগত জানিয়ে কার্যত নজরুল ইসলাম অন্যায় অত্যাচারকে ধ্বংস করে দেয়ার আহবান জানিয়েছেন। আর নানা প্রসঙ্গে নজরুলের রচনায় বার বার বোশেখ এসেছে দূর্গতি নাশিনীরুপে।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আসাদ আসাদুজ্জামান, কবিতা পাঠ করেন আমিনুল ইসলাম লাভলু, আব্দুল খালেক, আমিরুল ইসলাম রন্টু, আব্দুল লতিফ মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমূখ। সংগীত পরিবেশন করেন রুমানা খান চৌধুরী, কুতুব উদ্দিন বিশ্বাস, দিলরুবা ইয়াসমিন নিপা, আব্দুস সাত্তার, জাহাঙ্গীর আলম, শামীমা জামান জয়া, নৃত্য পরিবেশন করেন আলেয়া আক্তার প্রেমা।