gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
বিষধর সাপ আতঙ্কে ইবি শিক্ষার্থীরা
প্রকাশ : মঙ্গলবার, ৬ মে , ২০২৫, ০৫:২৮:০০ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি:
GK_2025-05-06_6819f24690dba.jpg

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঝোপঝাড় ঠিকমতো পরিষ্কারের অভাবে বেড়ে যাচ্ছে বিষধর সাপের উপদ্রব। ফলে ক্যাম্পাস জুড়ে ঝোপঝাড়ে সাপ আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, শিক্ষার্থীদের কক্ষ, একাডেমিক ভবন ও চলাচলের রাস্তায় প্রায় প্রতিদিনই সাপ দেখা যাচ্ছে। বিশেষ করে পাতি কাল কেউটে, কালাচ ও দেশি কালাচসহ বিভিন্ন বিষধর সাপ উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। এতে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাতে বেলা চলাফেরায় সৃষ্টি হয়েছে আতঙ্ক।
ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইউসুফ সানি জানান, সম্প্রতি হলের রুমের সামনেই সাপ মেরেছি। প্রায় সময়ই সাপ দেখা যায়। ক্যাম্পাসের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার করা হলে হয়তো এই উপদ্রব কিছুটা কমে যেত।
এদিকে এমন পরিস্থিতির মধ্যেই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সাপে কাটার প্রতিষেধক অ্যান্টিভেনম থাকলেও ব্যবহারের অনুমতি না থাকায় সেগুলো নষ্ট হয়ে গেছে। প্রায় ১০ বছর আগে সংগ্রহ করা ১২টি অ্যান্টিভেনমের মধ্যে ১১টির মেয়াদ শেষ হয়ে গেছে, যার বাজারমূল্য প্রায় ১৭ হাজার টাকা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম জানান, মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া অ্যান্টিভেনম প্রয়োগের অনুমতি নেই। সর্পদংশনের পর কার্ডিয়াক সাপোর্টসহ বিশেষ পরীক্ষা-নিরীক্ষার পরই এটি দেওয়া উচিত।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস প্রধান আলাউদ্দিন জানান, গুচ্ছ পরীক্ষা উপলক্ষে একাডেমিক ভবনের আশপাশে জঙ্গল পরিষ্কার করা হয়েছে এবং আরও কিছু যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। তবে জনবলের সংকট থাকায় নিয়মিত পরিষ্কার সম্ভব হচ্ছে না।

আরও খবর

🔝