gramerkagoj
শনিবার ● ২৬ জুলাই ২০২৫ ১০ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম সভাপতি টেনিয়া, সাধারণ সম্পাদক পদে টাই শৈলকুপায় মৃত্যুফাঁদ : শিক্ষিকার পর শিক্ষকের প্রাণ কেড়ে নিল বেহাল সড়ক অল্প বৃষ্টিতেই কালীগঞ্জ পৌর এলাকায় জলাবদ্ধতা ঝিনাইদহে ব্যাংকে গচ্ছিত থাকা চেক চুরি করে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই, ৩ লাখ টাকার ক্ষতি মণিরামপুরে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার তিন ব্যবসায়ী আটক পাইকগাছার শিবসা ব্রীজে সিসি ব্লকে গভীর গর্ত, দুর্ঘটনার আশঙ্কা রাতের আঁধারে বাঁকড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ অভয়নগরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা শালিখায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার
বাঘাইছড়িতে ইউপিডিএফ ও জেএসএস’র মধ্যে গোলাগুলি, নিহত ১, আহত ৩
প্রকাশ : শুক্রবার, ৬ জুন , ২০২৫, ০৪:৫৮:০০ পিএম
রাঙ্গামাটি থেকে মোস্তফা কামাল:
GK_2025-06-06_6842c10eadb03.jpg

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) ও জেএসএস (জনসংহতি সমিতি)-এর দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের মধ্যে তুমুল গোলাগুলি চলছে। শুক্রবার (৬ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ থেমে থেমে এখনও (সকাল ১১টা পর্যন্ত) চলমান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ইউপিডিএফ সদস্য রিপেল চাকমা (৩৫), তার মৃত্যুর বিষয়টি স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। আহতদের মধ্যে একজন শিশু—প্রজ্ঞা চাকমা (৫)। বাকি আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ইউপিডিএফ ও জেএসএস’র মধ্যে চলমান গোলাগুলিতে একজন নিহত এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে দুর্গম এলাকার কারণে বিস্তারিত তথ্য সংগ্রহে বিলম্ব হচ্ছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে বঙ্গলতলী এলাকার প্রতিকূল ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে পৌঁছাতে সময় লাগছে।

স্থানীয়দের মাঝে এই ঘটনার পর থেকে চরম আতঙ্ক বিরাজ করছে। গোলাগুলির শব্দে এলাকা জুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

আরও খবর

🔝