gramerkagoj
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বাসা ভাড়ার ১০ লাখ টাকা ফাঁকি দিয়েছেন সঞ্জয় রয়েছে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ যশোর রেজিস্ট্রি অফিসে প্রায়ই ঘটছে চুরির ঘটনা ট্রেনে মাকে অচেতন করে অপহৃত যশোরের শিশুর খোঁজ মেলেনি , বাবা মা ছুটছেন নানা স্টেশনে মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আওয়ামী লীগ আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল : রেজাউল করীম ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার পার কিডনিতে পাথর প্রতিরোধে ডায়েট ফেরদৌস পরশ আহবায়ক ও মাসুম বিল্লাহ সদস্য সচিব মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা নিরাপদ পানি সরবরাহে ব্যবহার হচ্ছে গোবর!
কারে বিশ্বেস করবো!
প্রকাশ : শনিবার, ১৪ জুন , ২০২৫, ০১:৪৮:০০ পিএম
:
GK_2025-06-14_684d295857336.jpg


রাস্তা দিয়ে ফেরিয়ালা গ্যাঙাতি গ্যাঙাতি যাচ্চে। ছুরি চাকু ধার করাই, ছুরি চাকু ধার করাই। এক বাড়িত্তে বয়লার টাইপির এক ছাবাল বাইরোয় আইসে কচ্চে, ও ভাই শুধু ছুরি চাকু শান দিয়ে বেড়াও বুদ্দিতি শান দিতি পারো না। তাই শুইনে বিটাডা কলে, বুদ্দিতি শান দেবে কিডা? ছ্যামড়াডা কলে ধরো আমি দেবো। ফেরিয়ালা কলে, শান দিবা ভালো কতা, তা বুদ্দি তুমার আছে? ছ্যামড়াডা কলে খুব আছে। ফেরিয়ালা কলে ঠিক আচে তালি বুদ্দিডা নিয়ে আইসো দেকি কট্টুক ধার দিয়া যায়। তাই শুইনে ছ্যামড়াডা বাড়ির মদ্দি গেচে বুদ্দি আনতি।

পুরোন গল্পডা হটাস মনে পইড়ে গেলো। আমাদের বাড়ির সুমকি কিম্বা রাস্তায় রাস্তায় হরহামেশায় ফেরিয়ালা চোকি পড়ে। বাড়ি মাইয়ে ঝিবুতগের বাড়ি বাড়ি শাক সবজি দিয়ে বেড়ানো ফেরিয়ালা দিনকে দিন ছড়ায় যাচ্চে সব্বজাগায়। কিন্তুক ভালো কাজের বিচটা মাইরে দেয় কিচু কুচক্করী মানসি। কাইল যিরাম ঢাকায় ইরাম এট্টা চক্কররে ধইরেচে পুলিশ।

আরও পড়ুন...

হজ শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

চট্টগ্রামে লায়ন্স লিও জেলা পরিষদের কার্যকরী কমিটি ঘোষণা

প্রবাসী ফুটবলার দিয়ে জাতীয় দল গড়ার চিন্তায় এআইএফএফ


ঢাকার কলাবাগানে এট্টা বাড়িত্তে সুনাদানা আর টাকাকড়ি লুটির মামলায় পুলিশ চারজনরে কট কইরেচে। সেই চারজন পুলিশির ডলা খাইয়ে সব গড়গড় কইরে স্বীকার গেচে। এই চোর ডাকাত চক্কর দিনির বেলায় ভ্যানে কইরে ডাব ফল শাক সবজি বিক্কির কইরে বেড়াইতো। কিন্তুক মাল সামেনা বিক্কির চাইতি তাইগের নজর থাইকতো কোন বাসা বাড়ি ফাকা, কোন বাড়িতি বিটা লোক থাকে না এই সব। বাড়ি ফাকা দেকলি সাতে সাতে মুবাল কইরে দলবল জড়ো কইরে বাড়ির গিরিল কাইটে চুরি ডাকাতি কইরে চাপনিতি চম্পট দিতো।

পুলিশ জানায়াচে, গলির মদ্দি এট্টা বাড়ির দুই তলার গিরিলি কাইটে ৭২ ভরি সুনাদানা ও ১ লক্ক টাকা চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে উইলে ঘটনার জাগা ও আশপাশের অন্তত শ’পাচেক সিসি ক্যামেরার ছবি ঘুইটে তারা এই সব ফেরিয়ালাগের সিনাক্ত করে। পরে ফান পাইতে তাইগের ঘের দেচে পুলিশ। তারা হ্যাও স্বীকার কইরেচে ম্যালাদিন ধইরে বিভিন্ন এলেকায় তারা এই কল পাইতে চুরি কইরেচে। কি সব্বোরাশে কতা!

যে দিন আইসলো কারে বিশ্বেস করবো কওদিনি বাপু। আলাম কনে, মলাম যে!

ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝