শিরোনাম |
ঝিনাইদহে ছেলের কোদালের আঘাতে কৃষক পিতা শাহাদত হোসেন নিহত হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার শংকরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ফয়সাল মানসিকভাবে অসুস্থ বলে দাবি পরিবারের।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও স্বজনরা জানায়, শংকরপুর গ্রামের কৃষক শাহাদত হোসেন তার ছেলে ফয়সাল হোসেনকে সাথে নিয়ে গ্রামের মাঠে মরিচের ক্ষেতে কাজ করতে যান। কাজ করার সময় ফয়সাল আকষ্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান। পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে নিজেই তার মাকে ঘটনা জানান ছেলে ফয়সাল। এসময় স্থানীয়রা ও স্বজনরা মাঠে গিয়ে শাহাদতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত ফয়সালকে আটক করেছে পুলিশ।