শিরোনাম |
যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে বৃহস্পতিবার বিকেলে নতুন প্রতিভা অন্বেষনের লক্ষে অনূর্ধ্ব-১৪ বালক ও বালিকা টেবিল টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। সহযোগিতায় রয়েছে টেবিল টেনিস এক্সপানশন ইনশিয়েটিভ (টিটিইআই)।
কর্মশালায় ৪৬ জন বালক ও বালিকা ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের সুযোগ পাবেন। এর মধ্যে বালিকা রয়েছে ১৮ জন।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খাঁন। বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার রওনক জাহান, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি তাহমিনা তারমিন বিনু, জাতীয় টেবিল টেনিক কোচ হাফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এ সময় জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী কমিশনার ডালিয়া নওশীন লুবনা।
এর আগে সকালে অতিথিরা সরকারি শিশু পরিবার বালিকায় ১৫ দিনব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণের উদ্বোধন করেন।