শিরোনাম |
মার্কিন সংগীতশিল্পী ও অভিনেতা ববি শারম্যান আর নেই। ২৪ জুন ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে স্টেজ ৪ ক্যানসারে আক্রান্ত ছিলেন এই সত্তর দশকের জনপ্রিয় তারকা। তার মৃত্যুর খবরটি ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান।
ব্রিজিট লিখেছেন, “আমার স্বামী ববি শারম্যান আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমার হাত ধরে আমাদের ২৯ বছরের ভালোবাসার সংসারকে সম্মান জানিয়ে বিদায় নিয়েছেন। এই কঠিন সময়েও তিনি আমার পাশে ছিলেন। তিনি ছিলেন সাহসী, কোমল আর আলোকোজ্জ্বল একজন মানুষ।”
আরও পড়ুন...
খাগড়াছড়ির সীমান্ত দিয়ে আবারও পুশইন
চাঁদপুরে বৃদ্ধা মমতাজ বেগমকে কুপিয়ে হত্যা
কিছু মাস আগেই জানা যায়, ববি শারম্যান মারাত্মক ক্যানসারে আক্রান্ত হয়েছেন। স্টেজ ৪ পর্যায়ে পৌঁছানো এই রোগ ধীরে ধীরে তার কিডনি ছাড়িয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। শেষদিকে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যায়।
শুধু সংগীত ও অভিনয়ে নয়, ববি শারম্যানের জীবনে ছিল আরেকটি অনন্য অধ্যায়। শোবিজ দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি যুক্ত হন জরুরি স্বাস্থ্যসেবার মতো মানবসেবামূলক পেশায়। প্যারামেডিক এবং পুলিশের রিজার্ভ অফিসার হিসেবে দীর্ঘদিন জনসেবায় কাজ করেছেন তিনি।