শিরোনাম |
❒ রিয়া মনিকে নিয়ে হতাশা
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
অচেতন অবস্থায় শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে হিরো আলম বগুড়া থেকে ধুনট উপজেলার যমুনা নদীর তীরবর্তী ভান্ডারবাড়ি গ্রামে নাট্যকার ও তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে যান।
আরও পড়ুন...
ইতিহাসের সর্বোচ্চ আয় নিয়ে নতুন চুক্তিতে রাজি রোনালদো
রাবিপ্রবিতে চাঁদার দাবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হামলা
সেই রাতে দুই বন্ধুর মধ্যে রিয়া মনিকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এরপর দুজনেই আলাদা ঘরে ঘুমাতে যান। পরদিন শুক্রবার সকাল ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে ডাকার চেষ্টা করলে কোনো সাড়া মেলেনি। তখন তার বালিশের পাশে ঘুমের ওষুধের পাতা পড়ে থাকতে দেখা যায়।
বন্ধু জাহিদ হাসান সাগর বলেন, “রিয়া মনিকে না পাওয়ার হতাশা, চারপাশের মানুষের বিরক্তিকর প্রশ্ন আর মানসিক চাপে হিরো আলম ভেঙে পড়েন। আমার বাড়িতে একটু নিরিবিলি সময় কাটাতে এসেছিলেন। আমার ধারণা, হতাশা থেকেই আত্মহত্যার চেষ্টা করেন।”
তিনি আরও জানান, “আমি দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়ায় পাঠানোর কথা বলেন, কিন্তু তার লোকজন তাতে রাজি হননি।”
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে অচেতন অবস্থায় আসেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।”