gramerkagoj
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বাসা ভাড়ার ১০ লাখ টাকা ফাঁকি দিয়েছেন সঞ্জয় রয়েছে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ যশোর রেজিস্ট্রি অফিসে প্রায়ই ঘটছে চুরির ঘটনা ট্রেনে মাকে অচেতন করে অপহৃত যশোরের শিশুর খোঁজ মেলেনি , বাবা মা ছুটছেন নানা স্টেশনে মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আওয়ামী লীগ আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল : রেজাউল করীম ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার পার কিডনিতে পাথর প্রতিরোধে ডায়েট ফেরদৌস পরশ আহবায়ক ও মাসুম বিল্লাহ সদস্য সচিব মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা নিরাপদ পানি সরবরাহে ব্যবহার হচ্ছে গোবর!
রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি

❒ মোংলায় গ্লোবাল ডে অব অ্যাকশন পালিত

প্রকাশ : শনিবার, ২৮ জুন , ২০২৫, ০২:০০:০০ পিএম
মোংলা প্রতিনিধি:
GK_2025-06-28_685fa189dac0f.jpg

সুন্দরবন ধ্বংসের হুমকি হিসেবে বিবেচিত কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বন্ধের দাবিতে মোংলায় সাইকেল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন)সকালে মিঠাখালী বাজারে আয়োজিত ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ কর্মসূচিতে বক্তারা জীবাশ্ম জ্বালানি পরিত্যাগ করে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরেরও দাবি জানান।

আয়োজক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার জানান, জলবায়ু পরিবর্তনের প্রধান কারিগর উন্নত দেশগুলো হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের উপকূলীয় জনগণ। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে পরিবেশ ও সুন্দরবনের ওপর মারাত্মক প্রভাব পড়ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে।

সমাবেশে ‘সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা মো. নাজমুল হক বলেন, “রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ না করলে সুন্দরবনের ভবিষ্যৎ অনিশ্চিত। আমাদের একজোট হয়ে এই পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।”

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা জানে আলম বাবু বলেন, “জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে এসে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।”

ওয়াটারকিপার্স বাংলাদেশের মারুফ বিল্লাহ বলেন, “জলবায়ু পরিবর্তনের দায়ভার নিতে হবে উন্নত দেশগুলোকে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর ঋণ চাপিয়ে নয়, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।”

ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ বলেন, “পরিবেশ রক্ষা ও প্রকৃতি বাঁচানো আমাদের দায়িত্ব। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোই দেশের জন্য সঠিক পথ।”

সমাবেশে উপস্থিতরা সাইকেল ও পায়ে হাঁটতে হাঁটতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকরা জানান, কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলন, জার্মানিতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন ও স্পেনে উন্নয়ন অর্থনীতি বিষয়ক বৈশ্বিক সম্মেলনের অংশ হিসেবে এই কর্মসূচি বিশ্বজুড়ে পালিত হচ্ছে।

আরও খবর

🔝