gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম চট্টগ্রামে চার ধরনের জ্বরে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সবচেয়ে বেশি চিকুনগুনিয়া জুলাই স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন নিরাপত্তা মহড়া ও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশ যশোরের বৈছাআ আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ দেশজুড়ে বিএনপি, এনসিপি ও জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা গাজায় ক্যাফে ইসরায়েলি হামলা, স্কুল ও ত্রাণকেন্দ্রে নিহত ৯৫ ইতিহাসের ভয়াল রাত আজও জাতির মনে দগদগে ক্ষত উদ্ধার একশ’ কেজি গাঁজার চালানে মিন্টুর সাথে আর কারা জড়িত? জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করলো যশোর ছাত্রদল যশোরে শিশু বলাৎকারের দায়ে কমল কুমার কর্মকারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
উজ্জ্বল ত্বকের জন্য দরকার ভেষজ চা
প্রকাশ : সোমবার, ৩০ জুন , ২০২৫, ০৯:৪৯:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-06-30_6862b21a5d022.jpeg

ভেষজ পানীয় দেহের বিষাক্ত পদার্থ বের করে দিয়ে ত্বকে উজ্জ্বল ভাব আনতে পারে। ভেষজ চা ‘পলিফেনল’, ‘অ্যান্টিঅক্সিডেন্ট’ সমৃদ্ধ যা ‘ফ্রি রেডিকেল’ থেকে ত্বককে সুরক্ষিত রাখে।
টাইমস অব ইন্ডিয়া ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে ‘দেগা অর্গানিক্স’য়ের প্রতিষ্ঠাতা অর্থি রগুরাম ত্বকের প্রদাহ, মলিনভাব ও দাগছোপ দূর করতে ভেষজ চা পানের পরামর্শ দেন।
ক্যামোমাইল চা
এটা প্রদাহরোধী উপাদান সমৃদ্ধ যা ত্বককে উন্নত করতে সহায়তা করে। ক্যামোমাইল চা ত্বকের দাগ ছোপ ও বলিরেখা এমনকি ‘ব্রেকআউট’ কমাতেও সহায়তা করে।
পুদিনার চা
পুদিনা একটা সতেজভাব আনে এবং এর তৈরি চা ত্বকের জন্য চমৎকার কাজ করে। এটা ‘অ্যান্টিঅক্সিডেন্ট’, ভিটামিন ডি ও ই সমৃদ্ধ যা ত্বককে ‘মাইক্রোবিয়াল’ আক্রমণ ও তেল নিঃসরণ থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।
হলুদের পানীয়
এর ‘বায়োঅ্যাক্টিভ’ যৌগ কারকিউমিন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও তারুণ্য ধরে রাখে। এর প্রদাহরোধী উপাদান ত্বককে পরিষ্কার করে, ‘ব্রেক আউট’ কমায় এবং লোমকূপ সংকুচিত রাখতে সহায়তা করে।
জেসমিন চা
এতে থাকা প্রাকৃতিক তেল ত্বককে পুনরুজ্জীবিত করতে, ‘পিগমেন্টেইশন’ এবং বলিরেখা কমাতে সহায়তা করে। নিয়মিত জেসমিন চা পান করলে ত্বক আর্দ্র ও উজ্জ্বল রাখে।
গ্রিন টি
এই ভেষজ চা প্রদাহ ও ব্যাক্টেরিয়া রোধী উপাদান সমৃদ্ধ যা ব্রণ ও তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করে। নিয়মিত গ্রিন টি পান ত্বকে অকাল বয়সের ছাপ কমায় ও আর্দ্রভাব বজায় রাখে।

আরও খবর

🔝