শিরোনাম |
❒ ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ম্যাজিক
ক্লাব বিশ্বকাপে আরও একবার আলো ছড়াল ব্রাজিলিয়ান ফুটবলের জাদু। আর এবার সেই জাদুতে বশীভূত হলো ইউরোপের নামি দল, চ্যাম্পিয়নস লিগের সদ্য ফাইনাল খেলা ইন্টার মিলান।
সোমবার (৩০ জুন) রাতে যুক্তরাষ্ট্রের শার্লটে ‘ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে’ অনুষ্ঠিত ম্যাচে ইতালির শক্তিশালী দল ইন্টারকে ২–০ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। এই জয়ে পালমেইরাসের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান দল হিসেবে ক্লাব বিশ্বকাপের শেষ আটে নাম লেখাল তারা।
ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই গেরমান কানোর নিখুঁত শটে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। তবে শুরুতে গোল খেলেও ইন্টার মিলান দ্রুত ঘুরে দাঁড়ায়। বল দখল ও আক্রমণে তারা ছিল বেশ সক্রিয়, কিন্তু ফ্লুমিনেন্সের রক্ষণভাগের দৃঢ় প্রতিরোধে বারবার হতাশ হতে হয় তাদের।
পুরো ম্যাচজুড়েই ইন্টার চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি। উল্টো যোগ করা সময়ের ৯৩তম মিনিটে বদলি খেলোয়াড় হারকিউলিস ফ্লুমিনেন্সের হয়ে দ্বিতীয় গোলটি করে ইন্টারকে চূড়ান্তভাবে বিদায় করে দেন।
আরও পড়ুন...
চট্টগ্রামে চার ধরনের জ্বরে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সবচেয়ে বেশি চিকুনগুনিয়া
এই জয়ে ইতিহাসেও নজর কাড়ার মতো এক কীর্তি গড়েছে ফ্লুমিনেন্স। টানা ১৫ ম্যাচে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা। যদিও সর্বশেষ ফ্লুমিনেন্সের মুখোমুখি হয়েছিল কোনো ইতালিয়ান ক্লাবের, সেটা ছিল ১৯৮৯ সালে। নাপোলির বিপক্ষে প্রীতি ম্যাচে ১–০ গোলে জয় পেয়েছিল তারা।
কোয়ার্টার ফাইনালে ওঠার পর ফ্লুমিনেন্স অধিনায়ক থিয়াগো সিলভা জানান, ‘আমরা জানতাম ইন্টার মিলান সহজ প্রতিপক্ষ হবে না। এক মাসও হয়নি, তারা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে। কিন্তু আমরা সত্যিই দুর্দান্ত পারফর্ম করেছি।’
ম্যাচসেরা কলম্বিয়ান উইঙ্গার জন আরিয়াস বলেন, ‘এই জয় শুধু ফ্লুমিনেন্সের নয়, ব্রাজিল, কলম্বিয়া ও পুরো দক্ষিণ আমেরিকার। আমরা কেবল একটা ক্লাবকে নয়, গোটা মহাদেশকে প্রতিনিধিত্ব করছি।’
এই জয় শুধু ফ্লুমিনেন্সের জন্য নয়, পুরো লাতিন আমেরিকার ফুটবলের জন্য এক বড় বার্তা। ইউরোপীয় শক্তিকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে যাওয়া ব্রাজিলিয়ান ক্লাবের আত্মবিশ্বাস যেমন বাড়াবে, তেমনি বিশ্বমঞ্চে দক্ষিণ আমেরিকান ফুটবলের জায়গাটাও আরও দৃঢ় করবে।