শিরোনাম |
❒ টেস্ট নেতৃত্ব ছাড়লেন শান্ত
❒ ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ দলে গুমোট ভাব
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি ‘অপমানজনক আচরণে’ ক্ষুব্ধ হয়ে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে আচমকা এ ঘোষণা দিয়ে অনেককেই চমকে দিয়েছেন তিনি। নেতৃত্ব ছাড়লেও শান্ত জানিয়েছেন, নিজের সম্মান রক্ষায় এটাই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
তবে এই সিদ্ধান্তের রেশ পড়ে গেছে পুরো দলে। ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ শিবিরে দেখা দিয়েছে একধরনের গুমোট ভাব। এমনকি অনুশীলন নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান কোচ ফিল সিমন্সও।
নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শুরু থেকেই শান্তর পাশে আছেন। অনুশীলনের মাঠে শান্তর সঙ্গেই আগে কথা বলেন তিনি। মিরাজ বিশ্বাস করেন, মাঠে দুজন মিলেই সিদ্ধান্ত নেবেন এবং সেই বোঝাপড়াই দলের জন্য সহায়ক হবে।
আরও পড়ুন...
ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্স
শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। এরপরই শান্ত টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। বিসিবি এ নিয়ে স্পষ্ট কিছু না বললেও, বোর্ডের অভ্যন্তরে অগোছালো ব্যবস্থাপনার অভিযোগ উঠছে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, বোর্ড যেন এই পরিবর্তনের সময়টায় কীভাবে দলকে সামলাতে হয়, তা ভুলে গেছে।
ওয়ানডে সিরিজের আগে দল নতুনভাবে সাজানোর চেষ্টা করছে ম্যানেজমেন্ট। মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদকে নিয়ে গড়া পেস আক্রমণ হতে পারে প্রথম ওয়ানডের মূল অস্ত্র। ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন আহমেদকে নিয়েও আছে বাড়তি আগ্রহ।
জাতীয় দলে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোহাম্মদ নাঈম। অপরদিকে, তরুণ পারভেজ হোসেনকে নিয়ে আলাদা কাজ করছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। কোচদের মনোযোগে স্পষ্ট, শ্রীলঙ্কার মাটিতে জিততেই হবে — সমালোচনা থেকে বের হওয়ার একমাত্র উপায়।
বিসিবি দাবি করছে, তারা সময়মতো সবকিছু পরিচালনা করছে। তাদের পাঠানো ভিডিওতে দেখা যায়, অনুশীলনে নাজমুল হোসেন শান্ত একজন শ্রীলঙ্কান ভক্তের আবদারে ছবি তোলেন এবং কিছু সময় ব্যয় করেন পাওয়ার হিটিং অনুশীলনে।
শান্তর টেস্ট নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নতুন এক প্রশ্ন তুলেছে—বাংলাদেশ ক্রিকেটের অভ্যন্তরীণ পরিবেশ কতটা স্থিতিশীল? প্রশ্নের উত্তর পাওয়া যাবে হয়তো কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল, যেখানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।