gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা
প্রকাশ : মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ১২:২০:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-07-01_68637e2249529.jpg

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয়টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের সাথে বৃষ্টি ও বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন...

যশোরের বৈছাআ আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ

অর্ধবার্ষিক হিসাব গুছাতে আজ ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ


এই ছয়টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলাচল ও নৌযাত্রায় সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার এই অবস্থা সত্ত্বেও সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আরও খবর

🔝