gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত ১, আহত স্ত্রী হাসপাতালে
প্রকাশ : মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০১:১৪:০০ পিএম
ঝিনাইদহ অফিস:
GK_2025-07-01_68638af63b7cd.jpg

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর এলাকায় ট্রাকচাপায় গোলাম বারিক মন্ডল (৭৬) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী লিমা বেগম, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গোলাম বারিক মন্ডল শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হামেদ আলী মন্ডলের ছেলে।


আরও পড়ুন...

সাতক্ষীরার বৈছাআ সদস্য সচিব সুহাইল মাহদীনের পদত্যাগ


স্থানীয় সূত্রে জানা যায়, বারিক মন্ডল ও তার স্ত্রী ওষুধ কিনে ভাটই বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আসাননগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় লিমা বেগম ছিটকে সড়কের পাশে পড়ে গেলেও বারিক মন্ডল মোটরসাইকেলসহ ট্রাকের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত লিমা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

🔝