gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj

❒ ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন মাদরাসাছাত্র নিখোঁজ
প্রকাশ : মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০১:৩৭:০০ পিএম
কিশোরগঞ্জ সংবাদদাতা:
GK_2025-07-01_686390267f941.jpg


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের তিন মাদরাসাছাত্র ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫), হাবিব মিয়ার ছেলে আবির (৭) ও মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তিনজনই স্থানীয় বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।

আরও পড়ুন...

মিরাজের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

সাতক্ষীরার বৈছাআ সদস্য সচিব সুহাইল মাহদীনের পদত্যাগ


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালবেলা ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় চড়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। নৌকাটি দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ডুবে যায়। এতে ৬ জন শিক্ষার্থী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন নিখোঁজ হয়।

ঘটনার পরপরই কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। সংস্থাটির উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে।

চর আলগী গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাকিব বলেন, “এই অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা। প্রতিদিন শত শত শিক্ষার্থী এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দেয়। আমরা বহুবার একটি সেতুর দাবি জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “প্রতিবছরই নৌকাডুবির মতো ঘটনা ঘটছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

উল্লেখ্য, দুর্ঘটনাস্থলটি প্রশাসনিকভাবে ময়মনসিংহ জেলার অন্তর্গত হলেও নিখোঁজ শিক্ষার্থীদের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।

আরও খবর

🔝