gramerkagoj
বুধবার ● ২ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক নয়
প্রকাশ : মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৮:৪৩:০০ পিএম
সম্পাদকীয়:
GK_2025-07-01_6863f40d06626.jpg

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক নয়। ক্রমাগত আশঙ্কাজনক হারে বাড়াছে রোগী। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪২৯ জন রোগী, যা এ বছর একদিনে সর্বোচ্চ। এর আগে গত ২৪ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নতুন রোগীদের নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ২৯৬ জন। তাদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ বছর হাসপাতালে ভর্তি রোগীদের অর্ধেকের বেশি, ৫৯৫১ জনই জুন মাসে ভর্তি হয়েছেন। এছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী ভর্তি হয়েছিল।
এ বছর যত মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৯ জন মারা গেছেন জুন মাসে। জানুয়ারিতে ১৯ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে তিন জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত এক দিনে ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৯ জন বরিশাল বিভাগের। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৮৭, ঢাকা বিভাগে ৬১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ২১ জন এবং রাজশাহী বিভাগে ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১৩ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৫৩ জন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। এ পরিস্থিতি থেকে উত্তরণ জরুরি।

আরও খবর

🔝