gramerkagoj
বুধবার ● ২ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শৈলকুপার গড়াই নদীতে বিলুপ্তপ্রায় 'শুশুক' উদ্ধার
প্রকাশ : মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৯:২২:০০ পিএম
এম হাসান মুসা শৈলকুপা, ঝিনাইদহ:
GK_2025-07-01_6863fd53b0126.jpg

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর শ্মশান সংলগ্ন গড়াই নদীতে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় নিরীহ জলজ প্রাণী, যা স্থানীয়ভাবে 'শুশুক' এবং অনেকের কাছে 'শিশু' নামে পরিচিত। কেউ কেউ এটিকে ডলফিনের বাচ্চা বলেও দাবি করছেন।

ঘটনাটি ঘটে আজ বিকেলে, যখন স্থানীয় মৎস্যজীবী বিধান ও বিপুল মাঝি মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে আটকা পড়ে এই জলজ প্রাণীটি। খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে একনজর দেখতে নদীপাড়ে ভিড় জমায় শত শত উৎসুক জনতা। অনেকেই প্রথমবারের মতো এই প্রাণীটিকে সামনে থেকে দেখে বিস্ময় প্রকাশ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জালে আটকা পড়ার পর শুশুকটি বেশ অস্থির হয়ে উঠেছিল। স্থানীয়দের মধ্যে কেউ কেউ এটিকে ডলফিনের বাচ্চা মনে করলেও প্রাণী বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন এটি গঙ্গার ডলফিন বা শুশুক, যা বাংলাদেশে একটি বিলুপ্তপ্রায় প্রজাতির জলজ প্রাণী হিসেবে পরিচিত।

উপস্থিত জনতা প্রাণীটিকে অক্ষত অবস্থায় নদীর পানিতে ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানায়। পরে স্থানীয়দের সহায়তায় শুশুকটিকে নিরাপদে আবার গড়াই নদীর গভীর পানিতে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনা শৈলকুপা অঞ্চলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় পরিবেশবিদ ও প্রাণীপ্রেমীরা এই বিলুপ্তপ্রায় প্রজাতির সংরক্ষণে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও খবর

🔝