gramerkagoj
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বাসা ভাড়ার ১০ লাখ টাকা ফাঁকি দিয়েছেন সঞ্জয় রয়েছে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ যশোর রেজিস্ট্রি অফিসে প্রায়ই ঘটছে চুরির ঘটনা ট্রেনে মাকে অচেতন করে অপহৃত যশোরের শিশুর খোঁজ মেলেনি , বাবা মা ছুটছেন নানা স্টেশনে মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আওয়ামী লীগ আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল : রেজাউল করীম ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার পার কিডনিতে পাথর প্রতিরোধে ডায়েট ফেরদৌস পরশ আহবায়ক ও মাসুম বিল্লাহ সদস্য সচিব মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা নিরাপদ পানি সরবরাহে ব্যবহার হচ্ছে গোবর!
নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : ডা. শফিকুর রহমান
প্রকাশ : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:০২:০০ এএম
কাগজ ডেস্ক:
GK_2025-07-05_6868a3cd8ee60.jpg


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সামনে যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা যেনতেন নির্বাচন চাই না।”

শনিবার (৫ জুলাই) সকাল ৭টা ১৫ মিনিটে ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন...

টিভিতে আজকের খেলার সূচি

যশোরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক আটক


ডা. শফিকুর রহমান বলেন, “নতুন বা পুরাতনের মধ্যে পার্থক্য নেই। জনগণের অধিকার রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকতে হবে। যেসব শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত রেখেছেন, সেই রক্তের সঙ্গে কেউ বেঈমানি করলে তা বরদাস্ত করা হবে না। আমরা সেই রক্তের মর্যাদা রক্ষা করতে চাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাটের রাজনীতি চলছে। আমরা তাদের সতর্ক করে বলছি—নিজেদের সামলান, না হলে জনগণই আপনাদের সামলাবে।”

পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ। পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান অ্যাডভোকেট, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. মাহফুজুর রহমান, বরুড়া আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন ও নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।

আরও খবর

🔝