gramerkagoj
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বাসা ভাড়ার ১০ লাখ টাকা ফাঁকি দিয়েছেন সঞ্জয় রয়েছে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ যশোর রেজিস্ট্রি অফিসে প্রায়ই ঘটছে চুরির ঘটনা ট্রেনে মাকে অচেতন করে অপহৃত যশোরের শিশুর খোঁজ মেলেনি , বাবা মা ছুটছেন নানা স্টেশনে মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আওয়ামী লীগ আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল : রেজাউল করীম ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার পার কিডনিতে পাথর প্রতিরোধে ডায়েট ফেরদৌস পরশ আহবায়ক ও মাসুম বিল্লাহ সদস্য সচিব মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা নিরাপদ পানি সরবরাহে ব্যবহার হচ্ছে গোবর!
ঘোড়াঘাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ অপসারণে অভিযান

❒ সরকারি নির্দেশনা অনুসারে গাছ ধ্বংস, বিক্রেতাদের সতর্ক করলো প্রশাসন

প্রকাশ : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১২:২৬:০০ পিএম
আজহারুল ইসলাম সাথী ঘোাড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
GK_2025-07-05_6868c5894142b.jpg

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পরিবেশবিনাশী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে পরিচালিত এই যৌথ অভিযানে বেশ কিছু ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাছ বিক্রেতাদের সতর্ক করে বলেন, “পরবর্তীতে কেউ যদি নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ বা বিক্রয় করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, “সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উৎপাদন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও মাটির ভারসাম্য রক্ষায় এই গাছ অপসারণ জরুরি।”

তিনি আরও জানান, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের অতিরিক্ত পানিশোষণ ক্ষমতা এবং স্থানীয় জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাবের কারণে এসব গাছ নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে, যাতে কেউ পরিবেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হতে না পারে।

আরও খবর

🔝