শিরোনাম |
ব্যাটিং বিপর্যয়ে সিরিজের প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ওয়ানডেতে শুরুতেই আবারও ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তবে ওপেনার পারভেজ হোসেন ইমনের ফিফটিতে প্রতিরোধ গড়ে তোলে টাইগাররা।
শনিবার (৫ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে শুরুতেই দলকে হতাশ করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৭ রান করে ১১তম বলে ফিরে যান তিনি।
দলের এই প্রাথমিক বিপর্যয়ে শান্ত হয়ে ব্যাটিং করেন পারভেজ ইমন ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে এই জুটি গড়েন ৬৩ রান। তবে দলীয় ৭৩ রানে ১৪ রান করে শান্ত ফিরে গেলে আবারও চাপে পড়ে টাইগার শিবির।
এরপর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। তার সঙ্গে জুটি গড়েই নিজের ইনিংসকে বড় করতে থাকেন পারভেজ ইমন। মাত্র ৪৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি, যা বাংলাদেশের ইনিংসে নতুন প্রাণ সঞ্চার করে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৬ রান। পারভেজ ইমন অপরাজিত ফিফটি করে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন, অন্যপ্রান্তে তার সঙ্গী হৃদয়ও ধীরে ধীরে সেট হচ্ছেন।