gramerkagoj
বুধবার ● ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ট্রেনে মাকে অচেতন করে অপহৃত যশোরের শিশুর খোঁজ মেলেনি , বাবা মা ছুটছেন নানা স্টেশনে মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আওয়ামী লীগ আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল : রেজাউল করীম ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার পার কিডনিতে পাথর প্রতিরোধে ডায়েট ফেরদৌস পরশ আহবায়ক ও মাসুম বিল্লাহ সদস্য সচিব মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা নিরাপদ পানি সরবরাহে ব্যবহার হচ্ছে গোবর! মনিরামপুরে ব্রিজ-কালভার্টে রেলিং নেই, রড কেটে নিচ্ছে মাদকাসক্তরা চৌগাছায় পৌরসভার মেয়রসহ ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

❒ নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না এনসিপি
প্রকাশ : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ০৫:০০:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-07-05_686905bd8cb3c.jpg


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা চালিয়েছে, তাদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, "এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ যেসব আমাদের ভাইবোনদের গুলি করে হত্যা করেছে, আমরা তাদের বিচার করব। বিচার, সংস্কার, তারপর নির্বাচন—এই হলো আমাদের অঙ্গীকার।"

শনিবার (৫ জুলাই) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে ‘জুলাই অভ্যুত্থান’-এর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, "এক বছর পার হয়ে আবারও জুলাই মাস এসেছে। যদিও এই আন্দোলনের বিচার দীর্ঘপ্রক্রিয়া, তবু শুরুটা করতে হবে, তা দৃশ্যমানও হতে হবে। পাশাপাশি একটি বিচারের রোডম্যাপ তৈরি করতে হবে।"

আরও পড়ুন...

আওয়ামী লীগ করলেই কেউ অপরাধী হয়ে যায় না : রাশেদ

সাতক্ষীরায় ভয়াবহ জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে পৌরবাসী


তিনি আরও জানান, শহীদ ও আহত পরিবারগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব শুধু বর্তমান সরকারের নয়, ভবিষ্যতের যেকোনো সরকারকেই তা গ্রহণ করতে হবে। এজন্য তিনি ‘জুলাই সনদ’ প্রণয়নের কথা বলেন, যা দিয়ে দেশের কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করা যাবে।

নাহিদ ইসলাম শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের যে ক্ষতি হয়েছে, তা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। আপনাদের স্বজনরা দেশের স্বাধীনতা ও মানুষের মুক্তির জন্য শহীদ হয়েছেন। ফেরাউন চিরকাল ক্ষমতায় থাকতে পারেনি, স্বৈরাচারীদের পতন হয়েছে, এবারও হবে।”

তিনি আরও বলেন, “আমরা হয়তো আপনাদের প্রতি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারিনি। আরও আগে যোগাযোগ করা উচিত ছিল, সেটা না করতে পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি কথা দিচ্ছি—আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আজীবনের, আমরা সাধ্যমতো পাশে থাকব।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এনসিপি জানিয়েছে, ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হবে।

আরও খবর

🔝