gramerkagoj
বুধবার ● ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ট্রেনে মাকে অচেতন করে অপহৃত যশোরের শিশুর খোঁজ মেলেনি , বাবা মা ছুটছেন নানা স্টেশনে মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আওয়ামী লীগ আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল : রেজাউল করীম ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার পার কিডনিতে পাথর প্রতিরোধে ডায়েট ফেরদৌস পরশ আহবায়ক ও মাসুম বিল্লাহ সদস্য সচিব মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা নিরাপদ পানি সরবরাহে ব্যবহার হচ্ছে গোবর! মনিরামপুরে ব্রিজ-কালভার্টে রেলিং নেই, রড কেটে নিচ্ছে মাদকাসক্তরা চৌগাছায় পৌরসভার মেয়রসহ ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের নতুন কমিটির শপথ ও দায়িত্ব দায়িত্ব গ্রহণ
প্রকাশ : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ০৮:০৩:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-07-05_68693408b0132.jpg

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সবাই একনিষ্ঠ হয়ে একসাথে কাজ করার প্রত্যয়ে দৈনিক গ্রামের কাগজের মফস্বল সাংবাদিক ফোরামের নতুন কমিটি শপথ ও দায়িত্ব গ্রহণ করেছে। ৫ জুলাই গ্রামের কাগজের দপ্তরে সকাল ১১ টায় ১ম পর্বে ফোরামে বিদায়ী সভাপতি রাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মবিনুল ইসলাম মবিন। অনুষ্ঠানের শুরুতে সম্পাদক নিজে নতুন কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম বার্তা সম্পাদক এম আইউব, প্রধান উপদেষ্টা মোতাহার হোসাইন ও উপদেষ্টা আব্দুর রহমান।

বিদায়ী কমিটির পক্ষে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য টিপু সুলতান ও দপ্তর সম্পাদক ফরিদুজ্জামান। বিদায়ী সাধারণ সম্পাদক চন্দন দাসের পরিচালনায় আরও বক্তব্য রাখেন নতুন কমিটির যুগ্ম সম্পাদক শাহেদ আহমেদ রাজু ও মারুফ মিলন, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান ডালিম, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক তারিম আহমেদ ইমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি ইব্রাহিম রেজা, আইসিটি সম্পাদক তাওহীদ হাসান উসামা, নির্বাহী সদস্য অরিন্দম দেবনাথ, লিটন ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মবিনুল ইসলাম মবিন। এরপর বিদায়ী সভাপতি রাজিব হাসান নবনির্বাচিত সভাপতি চন্দন দাসের কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্যে দিয়ে ১ম অধিবেশন শেষ হয়।

দুপুরের খাবার শেষে বেলা ৩টায় দ্বিতীয় অধিবেশন মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি চন্দন দাসের সভাপতিত্বে নতুন কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক রবিউল খানের পরিচালনায় এ সময় নতুন উপদেষ্টা পরিষদ গঠন, নির্বাচনী সাবজেক্ট কমিটি গঠনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও খবর

🔝