gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ঐকমত্য কমিশনে অংশ নিচ্ছে বিএনপি, তবে উদ্বেগ-হতাশাও স্পষ্ট বহুমুখী পণ্য রপ্তানিতে বাড়ছে সম্ভাবনা : কৃষি উপদেষ্টা মেসির জাদুতে মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির দুর্দান্ত জয় সন্ত্রাস ও অর্থের রাজনীতি নয়, জনস্বার্থের রাজনীতি করতে চাই হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতা হাসেম তালুকদার গ্রেপ্তার আশুরায় ডুবে মরেছিল মিশরের দুঃশাসক ফেরাউন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে হাজারো শিয়া মুসলিম মুস্তাফিজের বোলিং জাদুতে স্তব্ধ লঙ্কানরা, প্রশংসায় ভাসালেন লিয়ানাগে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট ব্যবহার? জেনে নিন সহজ তিনটি উপায়
পবিত্র আশুরা
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৯:৩৫:০০ এএম
:
GK_2025-07-06_6869ef02ce255.jpg

আজ পবিত্র আশুরা। ৬১ হিজরি সালের এই দিনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। এ মর্মন্তুদ ঘটনা ছাড়াও ইসলামী বর্ষপরিক্রমার প্রথম মাস মহররমের ১০ তারিখকে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) আশুরা নামে অভিহিত করেছেন। বিশ্ব ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। সেগুলো যুগে যুগে মুসলমানদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মুসলমানরা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবী সৃষ্টি করেছেন মহররমের ১০ তারিখে। এ দিনেই তিনি তা ধ্বংস করবেন। এ দিনেই হযরত আদম (আ.) এর সৃষ্টি, জান্নাতে প্রবেশ, পৃথিবীতে প্রেরণ ও আল্লাহতাআলার দরবারে তার তওবা কবুল হয়। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল এদিনে। তাই এটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন।
ন্যায় প্রতিষ্ঠার কঠিন সংগ্রামে অসীম সাহসের সঙ্গে আপোষহীন লড়াই করে কীভাবে প্রয়োজনে আত্মবিসর্জন দিতে হয়, সে শিক্ষা লাভ করা যায় কারবালার মর্মন্তুদ ঘটনা থেকে। লোভ ও হিংসার ব্যাপকতায় আজ বিশ্বের দেশে দেশে মানবতা হয়ে পড়ছে বিপন্ন। মুষ্টিমেয় মানুষের লোভের কাছে বৃহত্তর জনগোষ্ঠীর শান্তিতে বেঁচে থাকার আকাঙ্খা ভূলুণ্ঠিত হচ্ছে। এ সময়ে কারবালার মহান আদর্শে আমরা উজ্জীবিত হতে পারি। ন্যায়ের প্রতি অবিচল নিষ্ঠাই মানুষকে মুক্তি দিতে পারে সব অন্যায় ও অশান্তি থেকে।
পবিত্র আশুরায় তাই প্রার্থনা- সত্যের উজ্জ্বল আলোয় দূর হোক মিথ্যার কালিমা। জয় হোক ন্যায় ও সত্যের।

আরও খবর

🔝