gramerkagoj
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বাসা ভাড়ার ১০ লাখ টাকা ফাঁকি দিয়েছেন সঞ্জয় রয়েছে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ যশোর রেজিস্ট্রি অফিসে প্রায়ই ঘটছে চুরির ঘটনা ট্রেনে মাকে অচেতন করে অপহৃত যশোরের শিশুর খোঁজ মেলেনি , বাবা মা ছুটছেন নানা স্টেশনে মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আওয়ামী লীগ আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল : রেজাউল করীম ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার পার কিডনিতে পাথর প্রতিরোধে ডায়েট ফেরদৌস পরশ আহবায়ক ও মাসুম বিল্লাহ সদস্য সচিব মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা নিরাপদ পানি সরবরাহে ব্যবহার হচ্ছে গোবর!
এমএম কলেজ ইতিহাসবিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো উন্মোচন
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৯:৩৮:০০ এএম
কাগজ সংবাদ:
GK_2025-07-06_6869efccf22b1.jpg

‘যশোরের মাটি ইতিহাসের ঘ্রাণ অ্যালামনাই গড়ুক সৌহার্দ্যরে জয়গান’ স্লোগানকে ধারণ করে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগে শনিবার অ্যালামনাই অ্যাসোসিয়েশন লোগো উন্মেচন অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১ নভেম্বরকে সামনে রেখে ইতিহাস বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ১ম ইতিহাস পুনমির্লনী ২০২৫ জাঁকজমকভাবে আয়োজনের প্রস্ততি চলছে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই বিভাগে বর্তমান চলছে ৬৩তম ব্যাচের অধ্যয়নকাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও লোগো উন্মেচন করেন ইতিহাস বিভাগের প্রধান ও প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক প্রফেসর শামীমা আখতার। স্বাগত বক্তৃতা করেন ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষক ডক্টর ওয়াহেদুল ইসলাম।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তৃতা করেন আয়োজক কমিটির সদস্য চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান এবং ঝিকরগাছার সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজের ইতিহাসের প্রভাষক ফারহানা হক।
বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন নুরুন্নবী হৃদয়. হামিদা হিমু ও শিমন বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর ও প্রভাষক হাশেম আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী লিমা খাতুন।

আরও খবর

🔝