gramerkagoj
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বাসা ভাড়ার ১০ লাখ টাকা ফাঁকি দিয়েছেন সঞ্জয় রয়েছে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ যশোর রেজিস্ট্রি অফিসে প্রায়ই ঘটছে চুরির ঘটনা ট্রেনে মাকে অচেতন করে অপহৃত যশোরের শিশুর খোঁজ মেলেনি , বাবা মা ছুটছেন নানা স্টেশনে মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আওয়ামী লীগ আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল : রেজাউল করীম ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার পার কিডনিতে পাথর প্রতিরোধে ডায়েট ফেরদৌস পরশ আহবায়ক ও মাসুম বিল্লাহ সদস্য সচিব মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা নিরাপদ পানি সরবরাহে ব্যবহার হচ্ছে গোবর!
মেসির জাদুতে মন্ট্রিয়লের বিপক্ষে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৩:১০:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-07-06_686a3d819a40d.jpg

ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির যাত্রা হতাশার মধ্যেই শেষ হয়েছিল। শেষ ষোলো থেকেই লিওনেল মেসিদের বিদায় নিতে হয়। তবে মেজর সকার লিগে (এমএলএস) ফিরেই স্বরূপে ফিরেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।

রবিবার সকালে (বাংলাদেশ সময়) প্রতিপক্ষ মন্ট্রিয়লের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৪-১ গোলের বড় জয়ে জোড়া গোল করেছেন মেসি। অন্য দুটি গোল করেছেন তাদেও আলেন্দে ও তালেসকো সেগোভিয়া।

আরও পড়ুন...

মুস্তাফিজের বোলিং জাদুতে স্তব্ধ লঙ্কানরা, প্রশংসায় ভাসালেন লিয়ানাগে


ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। ২য় মিনিটেই প্রিন্স ওয়াসুর গোলে এগিয়ে যায় স্বাগতিক মন্ট্রিয়ল। তবে ম্যাচের ৩৩ মিনিটে লিওনেল মেসির পাস থেকে বক্সের বাইরে দুর্দান্ত এক শটে গোল করে সমতা ফেরান আলেন্দে।

এর সাত মিনিট পর, ৪০ মিনিটে মন্ট্রিয়লের চারজন ডিফেন্ডারকে কাটিয়ে একক নৈপুণ্যে মেসি করেন অসাধারণ এক গোল। তার চোখধাঁধানো মুভমেন্টে হতবাক হয়ে পড়ে পুরো রক্ষণভাগ।

বিরতির পর ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে ব্যবধান বাড়ান সেগোভিয়া। এরপর ৬২ মিনিটে আবারও মঞ্চে মেসি। মাঝমাঠ থেকে লুইস সুয়ারেজের পাসে বল পেয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান তিনি। এরপর আরও দুই ডিফেন্ডারকে পরাস্ত করে গোলবারের সামনে গিয়ে বাঁদিকে বাঁক নিয়ে নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে।

মেসিকে আটকাতে একসঙ্গে পাঁচজন ডিফেন্ডার ঘিরে ফেললেও সফল হতে পারেনি কেউই। তাঁর এই গোলের পর জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ের মাধ্যমে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ছয় নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। ক্লাব বিশ্বকাপে হতাশা কাটিয়ে মেসির এই ফর্ম এমএলএসে তাদের শিরোপা সম্ভাবনাকে আবারও জাগিয়ে তুলেছে।

আরও খবর

🔝