gramerkagoj
বুধবার ● ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ট্রেনে মাকে অচেতন করে অপহৃত যশোরের শিশুর খোঁজ মেলেনি , বাবা মা ছুটছেন নানা স্টেশনে মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আওয়ামী লীগ আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল : রেজাউল করীম ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার পার কিডনিতে পাথর প্রতিরোধে ডায়েট ফেরদৌস পরশ আহবায়ক ও মাসুম বিল্লাহ সদস্য সচিব মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা নিরাপদ পানি সরবরাহে ব্যবহার হচ্ছে গোবর! মনিরামপুরে ব্রিজ-কালভার্টে রেলিং নেই, রড কেটে নিচ্ছে মাদকাসক্তরা চৌগাছায় পৌরসভার মেয়রসহ ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
জুলাই গণঅভ্যুত্থানের বিচার ও সংস্কার শেষে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াত নেতার
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৪:০১:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-07-06_686a491439a1b.jpg

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার শেষ না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য জাতীয় নির্বাচনের আগে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে।”

রোববার (৬ জুলাই) পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন...

ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই ইন্টারনেট ব্যবহার? জেনে নিন সহজ তিনটি উপায়

হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতা হাসেম তালুকদার গ্রেপ্তার


মুজিবুর রহমান বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু স্বাধীনতার পরও সেই অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। এরই ধারাবাহিকতায় জুলাই মাসে গণঅভ্যুত্থান ঘটেছে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। এখন পর্যন্ত দেশের মানুষ তাদের ভোটের অধিকার পায়নি। যারা পতিত সরকারের দোসর ছিল এবং এখনও রয়েছে, তাদের বিচার নিশ্চিত না হলে গণতন্ত্র সম্ভব নয়।”

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার জরুরি উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।”

তিনি আরও দাবি করেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে।

আরও খবর

🔝