gramerkagoj
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বাসা ভাড়ার ১০ লাখ টাকা ফাঁকি দিয়েছেন সঞ্জয় রয়েছে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ যশোর রেজিস্ট্রি অফিসে প্রায়ই ঘটছে চুরির ঘটনা ট্রেনে মাকে অচেতন করে অপহৃত যশোরের শিশুর খোঁজ মেলেনি , বাবা মা ছুটছেন নানা স্টেশনে মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আওয়ামী লীগ আমাদের বিরোধী দল বানাতে চেয়েছিল : রেজাউল করীম ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার পার কিডনিতে পাথর প্রতিরোধে ডায়েট ফেরদৌস পরশ আহবায়ক ও মাসুম বিল্লাহ সদস্য সচিব মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা নিরাপদ পানি সরবরাহে ব্যবহার হচ্ছে গোবর!
কারবালার শহীদদের স্মরণে রাজশাহী নগরীতে শোক মিছিল
প্রকাশ : রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৪:৩৪:০০ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো:
GK_2025-07-06_686a513db1248.jpg

মহান কারবালা প্রান্তরে মহানবী (সা.) প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (আ.) ও তাঁর সাথীদের আত্মত্যাগ স্মরণে রাজশাহীতে পালিত হয়েছে ১০ মহরম বিশ্ব শহীদ দিবস।
মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন ১০ মহররম। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত। রাজশাহীতে ইবাদত, বন্দেগি, শোক র‌্যালি, পথসভা ও মোনাজাতে মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা।

রবিবার (৬ জুলাই) সকাল ৯টায় মহানগরীর রেলগেট থেকে শোক মিছিলটি শুরু হয়ে মহানগীর সাহেব বাজার জিরো পয়েন্টে এসে পথসভা হয়। সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত সাহেব বাজার জিরো পয়েন্টে বিশ্ববাংলা ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে তাজিয়া মিছিল ও পথসভায় অংশ নেন প্রায় ৩০০ থেকে ৩৫০ জন ধর্মপ্রাণ মুসলমান
আযয়োজিত পথসভায় বক্তব্য দেন বিশ্ববাংলা ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি ড. শাহ সৈয়দ হাসিব উল হাসান রাজা, সাবেক কাউন্সিলর অধ্যাপক আব্দুস সামাদ, আল-জামিয়াতুল আরাবিয়্যাহ রাজশাহীর সমন্বয়ক হাফেজ মো. নুরুজ্জামান, বিশ্ববাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাদেক আলী, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন ও অর্থ সম্পাদক মো. খয়বুর আলী।

বক্তারা আশুরার গুরুত্ব ও শিক্ষা তুলে ধরে বলেন, কারবালার শহীদদের আত্মত্যাগ অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবিচল থাকার শিক্ষা দেয়। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়। শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য।

পরে ৭২ শহীদের মাগফিরাত কামনা করে মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। শান্তিপূর্ণভাবে শেষ হয় শোক মিছিল।

আরও খবর

🔝