শিরোনাম |
মুম্বাইয়ে শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বিগ বাজেট সিনেমা ‘কিং’-এর শুটিং চলছিল মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে। সেখানে একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় মারাত্মকভাবে আঘাত পান তিনি।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তার আঘাত এতটাই গুরুতর যে আগামী অন্তত দুই মাস তিনি কোনো শুটিংয়ে অংশ নিতে পারবেন না।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শরীরের সুনির্দিষ্ট কোন অংশে আঘাত লেগেছে, তা নির্মাতারা প্রকাশ করতে রাজি নন। তবে শোনা যাচ্ছে, পেশিতে আঘাত পেয়েছেন তিনি এবং চিকিৎসার জন্য পুরো টিম নিয়ে যুক্তরাষ্ট্রে রওনা হচ্ছেন শাহরুখ।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই স্টান্ট বা অ্যাকশন দৃশ্যে অংশ নিয়ে একাধিকবার আঘাত পেয়েছেন তিনি। ফলে এবারও প্রশ্ন উঠেছে, এবার কি এতটাই গুরুতর যে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে?
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শাহরুখ খানকে আগামী এক-দুই মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তাই এখনই ‘কিং’ সিনেমার শুটিং শুরু করা সম্ভব হচ্ছে না।
পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই তিনি শুটিংয়ে ফিরবেন। সম্ভাবনা রয়েছে, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের মাঝামাঝি ফের শুরু হতে পারে সিনেমার পরবর্তী ধাপের কাজ।
এবারের ‘কিং’ সিনেমাটি একটি স্পাই থ্রিলার ঘরানার ছবি। জানা গেছে, সিনেমায় গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে সুহানা খানকে, আর তাকে ‘হ্যান্ডল’ করবেন শাহরুখ খান নিজে।
মেয়ের রহস্য উদ্ঘাটনে সহায়তা করতে দেখা যাবে বাবাকে— এমনই এক নতুন ধরণের গল্পে থাকছে এই বাবা-মেয়ের অভিনয়।
চলতি বছরের মে মাস থেকেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং। মেগাবাজেট এই সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শোনা যাচ্ছে, সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন থাকবেন অতিথি চরিত্রে, রানি মুখার্জি-কে দেখা যেতে পারে সুহানার মায়ের ভূমিকায়। এছাড়াও অভিনয়ে থাকছেন অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও অনিল কাপুর-এর মতো জনপ্রিয় তারকারা।