শিরোনাম |
উবার চালককে মারধরের অভিযোগে গায়ক নোবেল আটক, ঘণ্টাখানেক পর মুক্ত
মদ্যপ অবস্থায় মারামারির অভিযোগ প্রত্যাখ্যান পুলিশের, জিজ্ঞাসাবাদের পর রাতে ছেড়ে দেওয়া হয় গায়ককে
রাজধানীর কল্যাণপুর এলাকায় উবারচালকের সঙ্গে বাগবিতণ্ডা ও মারধরের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে তাকে থানায় নেওয়া হয় এবং প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, একজন গাড়িচালকের সঙ্গে গায়ক নোবেলের তর্ক-বিতর্ক হয়। সে সময় এলাকায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছিল, তাই তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, নোবেল মধ্যরাতে মদ্যপ অবস্থায় প্রাইভেট কার ভাড়া করে কল্যাণপুরের হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন। তার সঙ্গে একজন নারীও ছিলেন। গন্তব্যে পৌঁছানোর পর নোবেল গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান এবং অস্বাভাবিক আচরণ করতে থাকেন। একপর্যায়ে তিনি গালিগালাজ ও অদ্ভুত কথাবার্তা বলেন এবং চালকের সঙ্গে তর্কে জড়ান। পরে উত্তেজিত হয়ে উবারচালককে মারধর করেন।
তবে ওসি সাজ্জাদ রোমান জানান, নোবেলকে দেখে মদ্যপ মনে হয়নি। ঘটনার সময় স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছিল বলেই তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মারধরের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।