gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ শোকস্তব্ধ বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যম

মেয়েকে মাইলস্টোন স্কুলে ভর্তি করানোর কথা ভাবছিলেন তিশা
প্রকাশ : মঙ্গলবার, ২২ জুলাই , ২০২৫, ১২:১২:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-07-22_687f2be0dc078.jpg

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় পাইলটসহ ২৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৮ জন, যারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাটি শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া ফেলে দিয়েছে।

অভিনেত্রী তাসনুভা তিশা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে জানান, তিনি নিজের মেয়েকে মাইলস্টোন স্কুলে ভর্তি করানোর কথা ভাবছিলেন। দুর্ঘটনার পর লাইভে কান্নায় ভেঙে পড়া তিশা আশা করেন আহত শিশুদের দ্রুত সুস্থতা লাভ করবে। তিনি সবাইকে দোয়া করতে অনুরোধ করেন এবং বলেন, আমার মনে হচ্ছে ওরা আমার নিজের সন্তান।

দুর্ঘটনাটি ঘটেছে মাইলস্টোন স্কুলের ৫ নম্বর ভবনে, যেটি ‘প্রজেক্ট-২’ নামে পরিচিত। দুই তলা বিশিষ্ট ওই ভবনে ১৬টি ক্লাসরুম রয়েছে, যেখানে প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হতো। দুর্ঘটনাকালে ভবনে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কোচিং করছিলেন। বিমানটি ভবনের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসরুমের সামনে বিধ্বস্ত হয়।

এ দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তারকাদের শোকবার্তায় ছড়িয়ে পড়েছে দুঃখ ও সমবেদনা, পুরো জাতি আজ একযোগে শোকাহত।

আরও খবর

🔝