gramerkagoj
শনিবার ● ৩০ আগস্ট ২০২৫ ১৫ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত:

বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট
প্রকাশ : মঙ্গলবার, ২২ জুলাই , ২০২৫, ০৩:৩৫:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-07-22_687f569065806.jpg

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুনে শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় হাইকোর্টে একটি জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এই রিটটি দায়ের করেন। তাকে সহায়তা করেন আইনজীবী এ আর রায়হান।
রিটে যেসব নির্দেশনা চাওয়া হয়েছে

এই রিট আবেদনে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে:

১. মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত গঠনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পর্কেও আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

২. ঢাকা ও অন্যান্য জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ ট্রেনিং বিমান ও যুদ্ধবিমান উড্ডয়ন নিষিদ্ধ করার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

৩. মাইলস্টোন স্কুলে আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

৪. নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

৫. দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর উন্নয়নের জন্য আধুনিক ও নিরাপদ যুদ্ধবিমান সংগ্রহের বিষয়ে পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং তাদের রক্ষণাবেক্ষণের কি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও খবর

🔝