gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৫ ভাদ্র ১৪৩২
gramerkagoj
কিংবদন্তি হেভি মেটাল আইকন ওজি ওসবার্ন আর নেই
প্রকাশ : বুধবার, ২৩ জুলাই , ২০২৫, ০১:৪২:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-07-23_688091a08ba32.jpg

ব্ল্যাক সাবাথ ব্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা এবং কিংবদন্তি হেভি মেটাল শিল্পী ওজি ওসবার্ন মারা গেছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ভক্তদের কাছে ‘প্রিন্স অব ডার্কনেস’ নামে পরিচিত ওজি ওসবার্ন ছিলেন বিশ্ব রক ও হেভি মেটাল সংগীত জগতের এক অনন্য নাম।

ওসবার্নের পরিবারের পক্ষ থেকে সিবিএস নিউজকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ওজি ওসবার্ন আজ সকালে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুর সময় তিনি পরিবারের ভালোবাসা ও সান্নিধ্যে ছিলেন।

পরিবার আরও জানায়, এই কঠিন সময়ে আমরা সবার কাছে আমাদের পারিবারিক গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি।

তবে, ওজির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

ওজি ওসবার্ন ছিলেন ব্ল্যাক সাবাথ ব্যান্ডের প্রধান ভোকালিস্ট। তার কণ্ঠে জন্ম নিয়েছে হেভি মেটালের চিরস্মরণীয় গান ‘Iron Man’ ও ‘Paranoid’। তার হাত ধরেই হেভি মেটাল সংগীত পেয়েছে নতুন এক গতি ও জনপ্রিয়তা।

মাত্র তিন সপ্তাহ আগেই তিনি জীবনের শেষ কনসার্টে পারফর্ম করেন নিজের শহর বার্মিংহামে। সেই মঞ্চে তার অনুপ্রেরণায় গড়ে ওঠা মেটালিকা, গানস এন' রোজেসসহ একাধিক জনপ্রিয় ব্যান্ড অংশ নেয়। এটি ছিল রক সংগীতপ্রেমীদের জন্য এক আবেগঘন বিদায়ী আয়োজন।

২০২০ সালে ওজি ওসবার্ন জানান যে তিনি পারকিনসন্স রোগে আক্রান্ত, যা স্নায়ুতন্ত্রের এক জটিল নড়াচড়াজনিত অসুখ। এই রোগের প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে এবং দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলে।

তার আগে, ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন ওজি। ওই আঘাত ২০০৩ সালের অল-টেরেইন ভেহিকেল দুর্ঘটনার পুরনো জখমকে আরও বাড়িয়ে তোলে।

ওজি ওসবার্নের মৃত্যুতে সারা বিশ্বের রক এবং হেভি মেটাল ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন সহশিল্পী, ভক্ত এবং সংগীত বিশ্লেষকরা।

‘প্রিন্স অব ডার্কনেস’ হয়তো চলে গেছেন, কিন্তু তার গাওয়া গান ও সংগীত ইতিহাসে অবদান চিরকাল অম্লান থাকবে।

আরও খবর

🔝