শিরোনাম |
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাস সংশ্লিষ্ট পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি রাষ্ট্রপক্ষে উপস্থিত সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী নিশ্চিত করেন।
চিন্ময়ের পক্ষে শুনানিতে অংশ নেয় ঢাকা থেকে আগত আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি টিম।
জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত চত্বর ছিল পুলিশের টহল ও নজরদারিতে।
২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ডের তৎকালীন বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, তারা জাতীয় পতাকা অবমাননা করেছেন। পরে ফিরোজ খানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
এরপর ২৫ নভেম্বর ঢাকায় অভিযান চালিয়ে চিন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন ২৬ নভেম্বর তার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
আইনজীবী হত্যার ঘটনায় ছাড়াও পুলিশের ওপর হামলা, কাজকর্মে বাধা, বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে অন্তত ২১ জনের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আছেন এবং জামিন না মঞ্জুর হওয়ায় তিনি এখনও বিচারিক হেফাজতেই রয়েছেন।