শিরোনাম |
ঢাকার আশুলিয়ায় ২০২৩ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক সহিংসতার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তিনজনকেই গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া রাসেল গাজী (২৭)-এর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ইনু ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আশুলিয়া থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন।
মামলার তদন্ত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৫ আগস্ট সকালে আশুলিয়ার গাজীরচট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন রাসেল গাজী। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
একই দিন আশুলিয়ার অপর এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান। এছাড়া ফরহাদ হোসেন নামের এক যুবকও আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
এই দুটি ঘটনায় পৃথকভাবে দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। ফরহাদ হোসেন নিজেই ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।