শিরোনাম |
বলিউডে এখনো বড়সড় কোনো সুপারহিট সিনেমা না থাকলেও পারিশ্রমিকের দিক দিয়ে সবাইকে চমকে দিচ্ছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করার পর অর্ধযুগে বেশ কিছু ছবিতে অভিনয় করলেও এখনও পর্যন্ত তেমন উল্লেখযোগ্য বক্স অফিস সাফল্য নেই তার ঝুলিতে। তবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি দ্রুত নিজের অবস্থান শক্ত করছেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, জাহ্নবী কাপুর তেলেগু ভাষার সিনেমা ‘দেবারা’র জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল সে সময়। কিন্তু নতুন সিনেমা ‘পেদ্দি’র জন্য সেই অঙ্ক আরও বাড়িয়ে নিয়েছেন ৬ কোটি রুপি।
‘পেদ্দি’ সিনেমাটিতে জাহ্নবী অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার রামচরণের বিপরীতে। ছবিটির পরিচালনায় রয়েছেন বুচি বাবু সানা। এটি হবে দক্ষিণী সিনেমায় জাহ্নবীর দ্বিতীয় কাজ।
এদিকে বলিউড অভিনেত্রী আরও একবার আলোচনায় এসেছেন সম্ভাব্য একটি নতুন প্রজেক্টের কারণে। সূত্র জানায়, তিনি আল্লু অর্জুন অভিনীত এবং জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় একটি বড় বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। আর এই সিনেমার জন্য তিনি দাবি করেছেন ৭ কোটি রুপি পারিশ্রমিক। তবে নির্মাতারা এখনো পারিশ্রমিক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, বলিউডে বড় হিট ছাড়াই দক্ষিণী ছবিতে এভাবে পারিশ্রমিক বাড়ানো জাহ্নবীর পেশাগত ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলতে পারে। কেউ কেউ মনে করছেন, এই সিদ্ধান্ত তার দীর্ঘমেয়াদি ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই টিকে থাকতে হলে তাকে হতে হবে আরও কৌশলী ও বিচক্ষণ।
উল্লেখ্য, বলিউডে জাহ্নবী কাপুর অভিনয় করেছেন ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘মিলি’সহ একাধিক সিনেমায়। যদিও দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ইন্ডাস্ট্রিতে তার চাহিদা কমেনি বরং সময়ের সঙ্গে বেড়েছে।