শিরোনাম |
ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব রোববার (২৭ জুলাই) দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। আদালতে হাজির হয়ে বিচারকের কঠোর মন্তব্যে উঠে আসে তাদের আমলাতান্ত্রিক ও প্রশাসনিক দুর্বলতা।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ সেলিম আদালতকে জানান, ইনুকে অন্যান্য আসামিদের সঙ্গে একই কারাগারে রাখা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক নয়। এছাড়া হাজতখানায় উন্নত টয়লেটের অভাবের কথাও উল্লেখ করেন তিনি।
বিচারক বলেন, আমরা এখনও এনালগ পদ্ধতিতে কাজ করছি, অথচ ক্ষমতায় থেকেও ডিজিটাল রূপান্তর করেননি। সেটি করলে হাজিরাত কমত এবং কারাগার থেকে বিচার সম্ভব হতো।
আদালতে ইনু জানান, আদালতের সিদ্ধান্ত মেনে নেবো, তবে বিচার হওয়ার আগে মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে, যা ‘মিডিয়া ট্রায়াল’ থেকে মুক্তি চাই।
বিচারক জবাবে জানান, “অভিযোগ উঠলেই মিডিয়া প্রচার করবে।” এরপরই তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, চলতি বছরের ১৬ মার্চ দুদক ইনুর বিরুদ্ধে ৪ কোটি ৮৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। তদন্তে তার চারটি ব্যাংক হিসাব থেকে ১১ কোটি ৮৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে ১ কোটি ৪৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন ইনু এবং এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।