শিরোনাম |
হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’-র প্রিমিয়ার ঘিরে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জর সরাসরি প্রিমিয়ারে উপস্থিত হয়ে সিনেমার অন্যতম প্রযোজক মান সিংয়ের বিরুদ্ধে চড়াও হন। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে, যা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক।
রুচির অভিযোগ, প্রযোজক করণ সিং চৌহান তার কাছ থেকে প্রায় ২৫ লাখ রুপি নিয়েছিলেন একটি টিভি শো নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু সেই অর্থ ব্যবহার করা হয়েছে ‘সো লং ভ্যালি’ সিনেমা তৈরিতে, টিভি শোটি বাস্তবে হয়নি। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে করণ সিংয়ের বিরুদ্ধে।
প্রিমিয়ারে রুচি একাই আসেননি। সঙ্গে ছিল একটি দল, যাদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড। তারা সরাসরি স্লোগান তোলেন প্রযোজকদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রিমিয়ারের পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
সিনেমাটির তিন প্রযোজক— মান সিং, করণ সিং চৌহান এবং মহসিন খান। এদের মধ্যে করণ সিং চৌহানের নাম রয়েছে থানায় দায়ের করা বৃহস্পতিবারের এফআইআরে, যেখানে বলা হয়েছে তিনি এককালীন ২৩ লাখ রুপি নিয়েছিলেন রুচির কাছ থেকে।
পুলিশের পক্ষ থেকে এই এফআইআরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক কর্মকর্তা জানান, অভিযোগ অনুযায়ী, যে টিভি শোয়ের কথা বলা হয়েছিল তা তৈরি হয়নি এবং করণ অর্থও ফেরত দেননি।
রুচি গুজ্জরের আইনজীবী আরও জানান, তার মক্কেল আম্বোলি থানাতেও একই ধরনের অভিযোগে পৃথক এফআইআর দায়ের করেছেন।
অন্যদিকে, প্রযোজক মান সিং এই ঘটনার পেছনে অভিনেত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, রুচি চাইছিলেন সিনেমাটির মুক্তি আটকে দিতে, কিন্তু আদালতের অনুমতির পর সিনেমাটি নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছে। তাই রাগে তিনি প্রিমিয়ারে বিশৃঙ্খলা করেন।
তিনি পুরো ঘটনাকে "পাবলিসিটি স্টান্ট" হিসেবে কটাক্ষ করেছেন এবং দাবি করেন, এতে সিনেমার ইমেজ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে