শিরোনাম |
❒ মির্জা ফখরুল ইসলাম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে—প্রতিনিধিত্বমূলক পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। এ ধরনের পণ গ্রহণকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে শফিউল বারী স্মৃতি সংসদ।
মির্জা ফখরুল বলেন, দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এই পিআর পদ্ধতিকে শুধু প্রমোটই করছে না, বরং পণ করে বসে আছে—এটা ছাড়া নির্বাচনে যাবে না।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের দেশের মানুষ এখনো ইভিএমে ভোট দিতে পারে না, তারা ভোটই দেয় না। তাহলে তারা পিআর পদ্ধতি বুঝবে কী করে? এই চিন্তাভাবনাগুলো জাতির কাছে নতুন। এগুলোর থেকে সরে এসে দেশের প্রচলিত ভোটব্যবস্থার মধ্য দিয়েই সমস্যার সমাধান খুঁজতে হবে।
তিনি আরও বলেন, যে ভোটব্যবস্থায় দেশের মানুষ অভ্যস্ত, সেটা ফিরিয়ে আনুন। জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন। তাহলে সমাধান হবে। বাইরে থেকে আসা নতুন নতুন চিন্তা দিয়ে দেশের সমস্যা মেটানো যাবে না।
ফখরুল বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই—নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এবং জাতীয় সনদের মতো জরুরি সংস্কারগুলো অবিলম্বে সম্পন্ন করুন। নির্বাচনের তারিখ যেমন নির্ধারণ করেছেন, সেই সময়েই নির্বাচন দিন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।
জাতীয় শিশু একাডেমির ভবন ভেঙে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব মহলের মতামতের ভিত্তিতে শিশুদের জন্য এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এটা ভাঙা হলে দেশের শিশুরা একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থান হারাবে। আমি আজ আবারও অনুরোধ করছি—এই ভবন যেন ভাঙা না হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন—দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।